প্রায় ১ বছরেরও বেশী সময় কেটে গেলেও আজও নির্মাণ হয়নি গ্রামের রাস্তা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

0
570

দক্ষিণ দিনাজপুর: নেই রাস্তা, যদিও এলাকায় লাগানো রয়েছে রাস্তা নির্মাণের বোর্ড। এরপর প্রায় ১ বছরেরও বেশী সময় কেটে গেলেও আজও নির্মাণ হয়নি গ্রামের রাস্তা। তবে কি রাস্তা নির্মাণ না করেই শুধুমাত্র রাস্তা নির্মাণের বোর্ড লাগিয়ে কামসারা, গ্রামবাসীরা তুলছে প্রশ্ন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাস্তা নির্মাণের দাবীতে প্রায় দিনভর রাস্তা অবরোধ গ্রামবাসীদের। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খাপুর গ্রামের। গ্রামবাসীদের বক্তব্য ২০২১-২০২২ অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে ৮নং নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খাপুর পশ্চিম সংসদ থেকে পাকুরতলী অবধি সিসি রাস্তা নির্মাণের জন্য এলাকায় বোর্ড লাগানো হয়। রাস্তা নির্মাণ হতে চলেছে এমন আনন্দের ঘোরেই থাকেন খাপুর গ্রামের বাসিন্দা। সূত্র মারফৎ জানা গেছে ঐ রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ হয় ১৭ লক্ষ ৫৩ হাজার ৭৬৭ টাকা। গ্রামবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণের বোর্ড লাগানো হলেও আদৌতে তৈরীই হয়নি রাস্তা। ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য রাস্তাটি নির্মাণ না হওয়ায় বৃষ্টি হলে ঐ রাস্তা দিয়ে পথ চলাচলে নাভিশ্বাস উঠে গ্রামবাসীদের। এও বক্তব্য রাস্তা নির্মাণ না হওয়ার কারনে ঐ রাস্তায় গাড়ির চালকরা গাড়ি নিয়ে ঢুকতে চায় না। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা নির্মাণের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের একাংশের প্রশ্ন রাস্তা নির্মাণ না করে শুধুমাত্র রাস্তা নির্মাণের বোর্ড লাগিয়ে সরকারি টাকা আত্মসাৎ হয়নি তো। মঙ্গলবার খবর লেখার সময় অবধি রাস্তা নির্মাণের দাবীতে গ্রামবাসীদের পথ অবরোধ চলছিল। গ্রামবাসীদের পথ অবরোধের জেরে এদিন তীব্র যানজট দেখা দেয় পতিরাম ত্রিমোহিনী রাস্তায়। অপরদিকে এই বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে বালুরঘাট ব্লকের বিডিও-র সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনি ফোন না ধরায় এই বিষয়ে বিডিও-র বক্তব্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here