ষাঁড়ের আক্রমণের ভয়ে তঠস্থ এলাকাবাসি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পাগল ষাঁড়ের আক্রমণে আহত তিন। ঘটনায় চাঞ্চল্য। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মিলন সংঘ পাড়া এলাকায়। গতকাল রাত থেকে একটি ষাঁড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে এলাকাবাসীর দাবি। ওইসবের আক্রমণে এলাকায় তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে দুজন বালুরঘাট হাসপাতালে ভর্তি। ওই ষাঁড়ের মুখ দিয়ে অনবরত লালা ঝরছে বলে এলাকাবাসী মনে করেছে ওই ষাঁড়টি জলাতঙ্ক রোগে আক্রান্ত। এলাকাবাসীর আরো দাবি গতকাল রাত থেকে বনদপ্তর, পুলিশ প্রশাসন ও পৌরসভার সাহায্য চেয়ে তারা সেভাবে কারোই সাহায্য পায়নি। সব দপ্তরি গা ঢিলামি করে চলছে বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তা বেরিকেট করে আটকে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর এই ষাঁড়ের আক্রমণের ভয়ে তঠস্থ এলাকাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *