এক পথচারী বালুরঘাট সদর ট্রাফিকের তৎপরতায় মানিব্যাগ ফিরে পেল ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-বালুরঘাট সদর ট্রাফিকের তৎপরতায় মানিব্যাগ ফিরে পেল এক পথচারী। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার ডেবরা মোড় এলাকায় নাকা চেকিং করছিল সদর ট্রাফিকের কর্তব্যরত পুলিশরা। সেই সময় কর্তব্যরত পুলিশ জাওয়ানরা মানিব্যাগ খুঁজে ৩০০০ টাকার বেশি টাকা এবং বিভিন্ন দরকারি কাগজপত্র ছিল। কাগজপত্রের মধ্যে আরসি বুক দেখে মালিকের পরিচয় জানতে পারেন কর্তব্যরত পুলিশরা। এরপর ওই মানিব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করে তার হাতে তার মানিব্যক্তি তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা। হারিয়ে যাওয়া মানি ব্যক্তির পেয়ে খুশি ওই মানিব্যাগের মালিক। তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *