পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাথমিক শিক্ষকদের স্বার্থে কাজ করছে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি। পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ডি আই, চেয়ারম্যান ও ডি আই ওর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তাদের মূল দাবি গুলি হল কেন্দ্রীয় হারে ডি এ প্রদান করতে হবে, স্বচ্ছতার সাথে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, জাতীয় ও রাজ্যের শিক্ষানীতি থেকে শিক্ষা ও শিক্ষক বিরোধী ধারাগুলি অবিলম্বে বাতিলের দাবিসহ আরো আট দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, শিক্ষা এবং শিক্ষকদের নিয়ে মূলত ৮ দফা দাবি নিয়ে আমরা এই ডেপুটেশন প্রদান করছি। সরকার জাতীয় শিক্ষানীতি পরিকল্পনা নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা এই বিক্ষোভ -প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করলাম। যতদিন না আমাদের দাবি-দাওয়া মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব।