দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- শিক্ষক দিবসের দিনে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড পাচ্ছেন দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসার ওরফে নাসা। উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন দেওয়া হয় শিক্ষারত্ন পুরস্কার। সেরকমই ভারতবর্ষে যে সকল CBSE ও ICSE বোর্ডের অধীনে স্কুল রয়েছে সেই সকল স্কুলের কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ১০০ জনকে শিক্ষক দিবসের দিনে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সেই তালিকায় রয়েছেন বীরভূম জেলার দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা। বীরভূম জেলা থেকে তিনিই একমাত্র শিক্ষক যিনি এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার অবদান সহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই দেওয়া হবে এই পুরস্কার। কিন্তু যে সমস্ত বিষয় গুলির ওপরে নজর দেওয়া হয়, সেগুলি দক্ষতার সঙ্গে পালন করেছেন আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি জানান, ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এর তালিকায় আমার নাম এসেছে এতে আমি খুবই খুশি। আমি রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছি। আমি মনে করি আমার পরিশ্রমের ফলেই এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমাকে। স্বভাবতই খুশির জোয়ার তাঁর বিদ্যালয় থেকে শুরু করে সর্বত্রই।