তালডাংরা পঞ্চায়েত সমিতির রাম বাম প্রার্থীদের একসাথে ভোট প্রচারের ছবি ভাইরাল।

0
22

বাঁকুড়া, আবদুল হাই :-তালডাংরা পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ও জেলা পরিষদের বিজেপি প্রার্থী এবং সিপিআইএম এর পঞ্চায়েত প্রার্থীর একসাথে দলীয় পতাকা নিয়ে নির্বার্চনী প্রচার করার ছবি সোসাল মিডিয়ায় ভাইরালকে ঘিরে নিচুতলায় বাম রাম সেটিং এবং ভাইরাল ছবি নিয়ে বাঁকুড়া সদর এলাকায় সাংবাদিক সম্মেলন করে তীব্র আক্রমণ বিজেপি সিপিআইএম কে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর। এই চিত্র তালডাংরা ব্লকের হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৬ নং কিয়াশোল বুথের।

উল্লেখ্য হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের ৫৬ নং কিয়াশোল বুথে প্রথমত নমিনেশন করে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম প্রার্থীরা। পরে স্কুটনিতে গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর নমিনেশন বাতিল হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সিপিআইএম, বিজেপি ও তৃণমূলের প্রার্থী থাকলেও। কিয়াশোল বুথে গ্রামপঞ্চায়েতে লড়াই হবে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে।

তৃণমূল কেই হারাতেই অঞ্চলস্তরে বিজেপি সিপিআইএম এক হয়ে মাঠে নেমেছে। নোংরা রাজনীতিতে নেমেছে সিপিআইএম আর বিজেপি। যেই বাম সেই রাম। গত লোকসভা ভোটে যেভাবে সিপিআইএম আর বিজেপি আতাত করেছিল ঠিক সেই ভাবেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে ময়দানে নেমেছে রাম বাম। যতই তারা বড় বড় কথা বলুক জোটের পক্ষে নয় । তাহলে তারা আলাদা আলাদা প্রতাকা কাধে নিয়ে একসাথে প্রচারের ছবি কেন উঠে এল। আলাদা প্রতীকে নয় এক প্রতীকেই লড়ুক বিজেপি ও সিপিআইএম। এদের রাজনৈতিক সত্ত্বা নেই। আরো বলেন বলুক তারা সিপিআইএম মানেই বিজেপি আর বিজেপি মানেই সিপিআইএম। সাংবাদিক সম্মেলন করে আক্রমণ এভাবেই তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী।

অন্যদিকে অবশ্য হাড়মাসড়া অঞ্চলের ৫৬নং বুথে সিপিআইএম প্রার্থী নমিতা বাউরি দাবি করে সোমবার তিনি প্রচারে বেরিয়ে ছিলেন কিয়াশোল গ্রামেই তখন বিজেপির একটি মিছিল আসছিল তখন কেও ছবি তুলে অপপ্রচার করার চেষ্টা করছে।

আবার চার নং তালডাংরা পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী অচিন্ত ভুঁই এর দাবি এটা কোনভাবেই একসাথে প্রচার বা সেটিং এর কিছু নেই। কাকতালীয় ভাবে কি করে হল তা বুঝে উঠতে পারছি না।

তবে এই ভাইরাল ছবিকে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম ও বিজেপির জোট বলে দাবি করছে শাসকদল তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here