ঝুঁকিপূর্ণভাবে চলছে ভেসেল পারাপার, যখন তখন দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  একটু বৃষ্টিতেই নদী তীরবর্তী রাস্তা এবং নবনির্মিত বাসস্ট্যান্ডে জমছে জল। ভেসেল পরিষেবার যে রাস্তাটি রয়েছে সেখানেই অত্যাধিক কাদা, বিপদজনকভাবেই চলছে বিভিন্ন যানবাহন পারাপার। বিভিন্ন সময় উল্টে যাচ্ছে গাড়ি, বেহাল রাস্তার অবস্থা দেখেও টনক নড়েনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ঘাটেরই যারা মালিক পক্ষের দায়িত্ব রয়েছেন। একটু হলেও ঝুঁকিতেপূর্ণ ভাবে চলছে পারাপার, এমনটাই জানাচ্ছেন নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে ২৪ ঘন্টা পারাপারের ব্যবস্থা চালু থাকায়, একটু হলেও স্বস্তি তাদের। কিন্তু রাস্তার কথা বলতে গিয়ে বারবার তারা রাস্তা ঠিক করা হোক তুলছেন এমনটাই দাবি। নদীয়ার শান্তিপুর কালনাঘাট ফেরিঘাটের বেহাল রাস্তা খারাপের ঘটনায় ঝুঁকিপূর্ণ যাতায়াতে চিন্তিত যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *