৬০০ কেজির বেশি আতশবাজি মজুত করা যাবে না, কর্মশালায় বার্তা জেলাশাসকের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  আসন্ন দুর্গোৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যাতে কোন রকম কোন দুর্ঘটনা না ঘটে। সেই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন। শনিবার কোচবিহার লেন্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান সহ জেলার বিভিন্ন মহকুমা আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন এবিষয়ে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে। তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজার, কালী পূজায়, রাসমেলা, এবং ছট পূজোতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।
জেলাশাসক জানান, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এই সংক্রান্ত বিস্তারিত আরো একটি প্রশিক্ষণ সোমবার দেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *