সবুজে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা।

আবদুল হাই,বাঁকুড়া: – বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা ! পুজোর আগে যদি ইচ্ছে করে তাহলে একদিনের জন্যে আসতেই পারেন এই লুকোনো জায়গায়। সবুজে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার খাতড়া শহর সংলগ্ন এলায়ায় বনতিল্লা গ্রাম লাগোয়া সেচ ক্যানালের পাশেই এই ঝর্ণা দেখতে পাবেন। তাড়াতাড়ি না এলে দেখতেই পাবেন না এই ঝর্ণা। কারণ মুকুটমণিপুরের কংসাবতী ড্যামে জল ছাড়া হলেই দেখা যায় এই বিশেষ গুপ্ত জল প্রপাত। বেশিরভাগ মানুষ জানেনই না এই ঝর্নার কথা। যারা জানেন তাদের অধিকাংশই স্থানীয়। স্থানীয়রা আসছেন এবং উপভোগ করছেন এই সুন্দর ঝর্ণা।

সাময়িক ঝর্ণা বলা যেতে পারে। মূলত জল ছাড়া হলেই দেখা যায় এই ঝর্ণাটি। তাছাড়া সুপ্তই থাকে বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, যতদিন জল থাকবে ততদিনই দেখা যাবে এই ঝর্ণা। সবার ঝর্ণার জলে স্নান করতে যাওয়ার সুযোগ হয়না বিভিন্ন কারণে, কিন্তু একদম ঘরের কাছেই পাওয়া যাচ্ছে “লিমিটেড এডিসন” ঝর্ণা।

মানুষ জানুক, মানুষ আসুক এমনটাই চান স্থানীয়রা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি যেন বজায় থেকে এলাকায়। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই ঝর্ণা। সেই পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এমনটাই চান স্থানীয়রা। তবে আর দেরি নয়, আগামী উইকেন্ডে চলে আসুন, নয়ত মিস হয়ে যাবে এত সুন্দর ঝর্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *