আবদুল হাই, বাঁকুড়াঃ বিগত দশ বছর ধরে হাটআশুড়িয়ায় রথ যাত্রা মহোৎসবের আয়োজন করছে হাটআশুড়িয়ার ইসকন নামহট্ট। রবিবার ছাপান্ন রকমের ভোগ দেন ভক্তরা।পোলাও, পায়েস, নানান তরিতরকারি সহ হরেক রকমের মিষ্টি বানান ভক্তরাই।আটদিন ধরেই প্রসাদ খাওয়ানো হয় এলাকার মানুষকে।প্রতিদিন সন্ধ্যায় ভক্তিমূলক গান, নাচ, নাটক ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।বড়জোড়া ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ এই রথযাত্রা উৎসবে হাজির হন।সারাদিন ধরে চলে কীর্তন ও ধর্ম আলোচনা।ইসকন অনুমোদিত হাটআশুড়িয়া নামহট্টের পাবনী বিরোজা দেবীদাসী বলেন ছাপান্ন ভোগের দিন দেড় হাজার মানুষ অন্ন প্রসাদ গ্রহণ করেছেন। এখানে সব কিছু ভক্তরা নিজেরাই রান্না করেন।
বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট