তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক কোচবিহারে! পুরোনোদের অধিকাংশই বাদ

0
347

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক কোচবিহারে। মঙ্গলবার দলের জেলা কার্যালয়ে বন্ধ ঘরে দীর্ঘক্ষণ বৈঠকের পর জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি। সঙ্গে ছিলেন দলের জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন। তালিকায় দেখা গিয়েছে জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে অধিকাংশই নতুন মুখ। পুরোনোদের মধ্যে বাদ গিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহকারি সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ প্রমুখ।

তালিকায় পুরোনোদের অনেকেই সুযোগ না পাওয়ায় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপা চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। সভাধিপতি উমাকান্ত বর্মনের সুযোগ না পাওয়া নিয়ে অবশ্য জেলা সভাপতি জানান, উমাকান্তবাবু নিজেই এবার দাঁড়াতে চাইছিলেন না। বাকিদের প্রসঙ্গে অবশ্য তাঁর যুক্তি রাজ্য নেতৃত্বে যেটা ভালো বুঝেছেন সেভাবেই প্রার্থী তালিকা ঠিক করা হয়েছে।

তবে প্রার্থী তালিকা প্রকাশের আগে দীর্ঘক্ষণ ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় দলের জেলা কার্যালয়ে। বৈঠকে তৃণমূলের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দনাথ বর্মন, বিধায়ক পরেশ অধিকারী, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ, প্রবীণ নেতা আব্দুল জলিল আহমেদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here