স্বচ্ছ নিয়োগ এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন ডিওয়াইএফআই ও এসএফআই এর কর্মী সমর্থকেরা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলা ডিওয়াইএফআই ও এসএফআই- এর তরফে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় শুক্রবার। বর্ধমান পৌরসভা দপ্তরের সামনে স্বচ্ছ নিয়োগ এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন ডিওয়াইএফআই ও এসএফআই এর কর্মী সমর্থকেরা। এইদিন পূর্ব বর্ধমান জেলা ডিওআইএফআই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ভট্টাচার্য বলেন, ” শুক্রবার ১৫ই সেপ্টেম্বর আমরা যারা বাম আদর্শে বিশ্বাসী আজকের দিনটাকে দাবী দিবস হিসেবে অবজার্ভ করি। বিভিন্ন দাবি-দাওয়া কে কেন্দ্র করে আজকে আমরা অবস্থান-বিক্ষোবের সামিল হয়েছি। গোটা রাজ্য জুড়ে এই দাবী দিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ বাসিরা জানেন কিভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে। সম্প্রতি বর্ধমান পৌরসভার নিয়োগ দুর্নীতি ও সামনে এসেছে, আমরা জানতে পেরেছি মিডিয়া মারফত। আমরা চাই স্বচ্ছ নিয়োগ, এবং যারা নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানাই। যে সমস্ত শূন্য পদগুলি পড়ে আছে সেগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ করতে হবে। গোটা বর্ধমান জুড়ে ৪০০ প্রাইমারি স্কুল প্রায় বন্ধের মুখে, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন করতে হবে সাথে সাথে শিক্ষকদের নিয়োগের দিকে নজর দিতে হবে”।
শুক্রবার অবস্থান বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি শহর বর্ধমানের কার্জন গেট থেকে বর্ধমান পৌরসভা দপ্তর এর সামনে পর্যন্ত একটি মিছিল সংগটিত করে ডিওয়াইএফআই ও এসএফআইয়ের কর্মী সমর্থকেরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ রায় চৌধুরী, ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ভট্টাচার্য সহ আরও অন্যান্য অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *