পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যজুড়ে শুরু হয়েছে সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন ব্লকের পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি করা হচ্ছে। সেই মর্মে আজ বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাড়ী শান্তনু ঘোষ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় দুয়ারে সরকার কর্মসূচি। সকালবেলা থেকেই সাধারণ মানুষ ভিড় করেন এই দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য। পাশাপাশি এই দুয়ারে সরকার কর্মসূচিতে শিশুদের জন্য পুষ্টিকর খাবার কি কি তার একটি মডেল তৈরি করা হয়। আজ এই দুয়ারের সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান এক ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য , পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল্য, রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইনা বেগম সহ পঞ্চায়েতের আধিকারিকবৃন্দরা।
বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাড়ী শান্তনু ঘোষ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় দুয়ারে সরকার কর্মসূচি।

Leave a Reply