মালদা শহরের রথবাড়ি এলাকায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজন করা হয় বৈঠকের।

0
78

নিজস্ব সংবাদদাতা, মালদা :- এবার ওপার বাংলা ইলিশ এই পারে, বাংলাদেশের পদ্মার ইলিশ মালদায় রপ্তানি করা নিয়ে দুই বাংলার ব্যবসায়ীদের বৈঠক।
শুক্রবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজন করা হয় বৈঠকের।
জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বাংলাদেশের ইলিশের।
ব্যবসায়ীদের দাবি ভারত বাংলা সীমান্ত মহদীপুর দিয়ে রপ্তানি করা হোক ইলিশ মাছ।
কিভাবে বাংলাদেশের রূপালী শস্য ভারতের মালদা জেলায় রপ্তানি করা হবে তা নিয়ে দুই বাংলার ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান, ডিরেক্টর মোঃ হারুন রশিদ সহ চার জনের প্রতিনিধি দল, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, মালদা জেলার মাছ রপ্তানি ও আমদানিকারক নুর ইসলাম সহ অন্যান্য এক্সপোর্টার ও ব্যবসায়ীরা।
বাংলাদেশের রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান জানিয়েছেন, মাছ রপ্তানি নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বৈঠকে। তবে মদপুর সীমান্ত দিয়ে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে কিছু বিধি-নিষেধ রয়েছে দুই দেশের আলোচনার মধ্যে দিয়ে সেটা সমাধান হবে বলে জানান তিনি।
মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, বাংলাদেশের ইলিশের চাহিদা রয়েছে মালদা জেলায়। কিভাবে বাংলাদেশের ইলিশ মালদায় আমদানি করা যায় তা নিয়ে দুই দেশের আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়।
মাছ আমদানি ও রপ্তানি কারক নুর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য মাছ রপ্তানির কথা জানানো হয়। তিনি জানিয়েছেন বাংলাদেশের ইলিশ রপ্তানি করার কথা। ইলিশ রপ্তানি নিয়ে ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here