দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আগামী ১লা জুলাই আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৎপরতা তুঙ্গে।

0
102

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আগামী ১লা জুলাই আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় ভোট প্রচারের সভাকে ঘিরে তৎপর জেলা প্রশাসন ও জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন সকাল হতেই গঙ্গারামপুরের কাটাবাড়ি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের সভার জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও জেলা তৃণমূল কমিটি। এদিন কাটাবাড়ি হাই স্কুলের ময়দানে জায়গা পরিদর্শন করেন উপস্থিত সকলের। পাশাপাশি জেলা প্রশাসন ও জেলা তৃণমূল কংগ্রেস কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার প্রস্তুতি কে ঘিরে বৈঠকে করেন সকলেই।
এদিন সেখানে অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, মহকুমা দপ্তরের আধিকারিক, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার , বিধায়ক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বাইট – ডেনডুপ শেরপা (অতিরিক্ত পুলিশ আধিকারিক)
বাইট – মৃণাল সরকার (জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here