পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতি গঠন হওয়ার পর এবার স্থায়ী সমিতি গঠন হলো বুধবার।

0
230

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ স্থায়ী সমিতি গঠন হলো। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতি গঠন হওয়ার পর এবার স্থায়ী সমিতি গঠন হলো বুধবার। দলনেতা নির্বাচিত করা হয়েছে শেখ মোহাম্মদ রফিককে। অধ্যক্ষ করা হয়েছে সেলিমা খাতুন বিবিকে। এবং উপ অধ্যক্ষ করা হয়েছে মামনি মান্ডিকে।
স্থায়ী সমিতিতে কর্মদক্ষ পদে যারা রয়েছে তারা হলেন, অর্থ ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিভা রানী মাইতি।
জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স। পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মদক্ষ শান্তি টুডু। শিশু,নারী উন্নয়ন ও জনকল্যাণ এবং ত্রাণ কর্মাধ্যক্ষ কল্পনা সিট।
বন ও ভূমির সংস্কার কর্মদক্ষ করা হয়েছে তখন কুমার প্রধানকে।
খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ শংকর দোলাই।
মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here