পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চলের গাংদুয়ারি ফুটবল ময়দানে গাংদুয়ারী মনসা মাতা ক্লাবের উদ্যোগ দুইদিন ব্যাপী ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়,রবিবার বিকেলে ছিল যার চূড়ান্ত ফাইনাল খেলা, জানা গিয়েছে শালবনির ঢেঙ্গাশোলের বাচ্চু একাদশ এবং এসবি ইলেভেন মেদিনীপুরের মধ্যে চূড়ান্ত ফাইনাল খেলায় জয়লাভ করে বাচ্চু একাদশ, এই দিন চূড়ান্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিডিও নির্মাল্য ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা, জানা গিয়েছে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়। এই দিন এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি সন্দীপ চক্রবর্তী,তবেই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে চরম উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে এলাকার যুবকদের মধ্যে।
গাংদুয়ারী ফুটবল ময়দানে ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন।

Leave a Reply