সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সেক্রেটারি মহানন্দা সাহা।

0
4914


কোচবিহার, ২৫ সেপ্টেম্বরঃ কোচবিহার সি আই টি ইউ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সেক্রেটারি মহানন্দা সাহা। এই দিন কোচবিহার শহরের ২০টি ওয়ার্ডের বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরে তাদের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে। সেই কারণেই আগামী ২৯ শে সেপ্টেম্বর বেলায় ১টায় মোট ২০ টি দফা দাবি নিয়ে কোচবিহার জেলখানার মোড় থেকে নাগরিক পদযাত্রা ও কোচবিহার পৌরসভায় অভিযান করবেন তারা।

এদিন সাংবাদিক বৈঠক করে মহানন্দা সাহা জানান, এই পদযাত্রায় কোচবিহারের সমস্ত সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, তারা ব্যাবসায়ী সমিতি থেকে শুরু করে কোচবিহারের বিভিন্ন ছোট বড় সংস্থা, ক্লাব সব জায়গাতেই আমন্ত্রণ বার্তা জানিয়েছেন অর্থাৎ এই পদযাত্রায় রাজনৈতিক দলবল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারেন। এই যাত্রা সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক বলেন মহানন্দা সাহা।

এদিন ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা সেনগুপ্ত, তিনিও সকল কোচবিহারবাসীকে এই যাত্রায় সামিল হতে আহ্বান জানান এবং সবার উদ্দ্যেশ্যে এই বার্তা দেন যে এই যাত্রা সম্পূর্ণ অরাজনৈতিক তাই সকলে যেন কোচবিহারের ভালোর জন্য এই পদযাত্রায় সামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here