কুশমন্ডি, নিজস্ব সংবাদদাতা: কুশমন্ডি ব্লকের মালিগাও গ্ৰাম পঞ্চায়েত সংলগ্ন টাঙ্গন নদী বাঁধ ভাঙ্গতে শুরু করেছে। প্রবল বর্ষনের ফলে আশঙ্কা জনক অবস্থা রয়েছে এই বাঁধটির। এই টাঙ্গন নদীর বাঁধ ভেঙ্গে গেলে বন্যার জল প্লাবিত হবে। বহু মানুষ গৃহহীন হবে। ফসলের ব্যাপক ক্ষতি হবে। জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে। আজ এই ছোটদামোদরপুর এলাকায় টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শনে আসেন দঃদিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিঞা, গ্ৰামবাসী মোবারক আলী মাবুদ ইসলাম সহ আরোও অনেকেই।
জেলা সহ সভাধিপতিকে কাছে পেয়ে গ্রামবাসীরা দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান।
এই প্রসঙ্গে গ্ৰামবাসী মোবারক আলী বলেন ছোটো দামোদরপুর এলাকায় দুই দিন টানা অতিবৃষ্টির ফলে এলাকায় টাঙ্গন নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। আতঙ্কে রয়েছে গ্ৰামবাসীরা। আমরা চাই দ্রুত সংস্কার করা হক। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অম্বরিশ সরকার জানান, আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বাঁধ সংস্কারের কাজ করার চেষ্টা করছি। এখানে একটি দীর্ঘদিনের সুইচগেট থাকায় সেটি অকেজো হয়ে যাওয়ার ফলে জল নামতে পারেনি। তাই আজ এই পরিস্থিতি।যাতে দ্রুত সংস্কার করা যায় চিরস্থায়ীভাবে, এই বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
Home রাজ্য দঃ দিনাজপুর ছোটদামোদরপুর এলাকায় টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শনে আসেন দঃদিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি...