বাঁকুড়া , আবদুল হাই:-বাঁকুড়ার বাঁকাদহ থেকে জয়রামবাটি যাওয়ার পথে বেসরকারী বাস উল্টে জখম হলেন ৬জন বাসযাত্রী। আজ ওই বেসরকারী বাসটি চলন্ত অবস্থায় আচমকাই বিষ্ণুপুর থানার আমডহরার কাছে উল্টে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বাঁকুড়ার বাঁকাদহ থেকে জয়রামবাটি রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে। বিষ্ণুপুর থানার আমডহরা এলাকায় এই রাস্তা সংস্কারের জন্য রাস্তার একদিক হাঁটু সমান গর্ত করা হয়েছে। অন্যদিকে অত্যন্ত সংকীর্ণ পথ দিয়ে বাস সহ অন্যান্য যানবাহন যাতায়াত করছে। সংকীর্ণ ওই পথ দিয়ে এদিন বেসরকারী বাসটি পারাপার করার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে কেটে রাখা খালে উল্টে যায়। শব্দ ও বাসযাত্রীদের আর্তনাদ শুনে স্থানীয় আমডহরা গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে। এই ঘটনার জন্য পুর্ত দফতরের নজরদারি ও রাস্তা নির্মাণকারী ঠিকাদারের পরিকল্পনাহীনতাকেই দায়ী করেছেন এলাকার সাধারণ মানুষ।