দুপুর থেকে বিকেল হয়ে আসলেও এখনো মেলেনি অস্থায়ী ক্যাম্পের ঘর যারে ফলে প্রশাসনের ওপর ক্ষোভ উপরে দিয়েছে এলাকাবাসী।

0
182

নিজস্ব সংবাদদাতা, মালদা —-বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের সাপমারি ও ডুবা পাড়া এলাকায় একদিনে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘরছাড়া প্রায় আড়াইশোটি পরিবার। এই পরিস্থিতিতে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এলাকার এক স্কুলে। সাপমারি ও দুয়াপাড়া এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে সকাল থেকেই পলাশবাড়ী হাই স্কুলের সামনে অসুস্থ রোগী দেখে শুরু করে গর্ভবতী মহিলাকে সাথে নিয়ে পরিবারের সাথে নিয়ে একটি আম গাছের নিচে আশ্রয় নিয়েছে এলাকাবাসীর অভিযোগ সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল হয়ে আসলেও এখনো মেলেনি অস্থায়ী ক্যাম্পের ঘর যারে ফলে প্রশাসনের ওপর ক্ষোভ উপরে দিয়েছে এলাকাবাসী এখনো তাদের অস্থায়ী ক্যাম্পের ঘর না পেয়ে না খেয়ে বসে রয়েছে গাছের নিচে বারবার ফোন করা হলে বিডিও অফিস থেকে বলা হচ্ছে দেখছি করা হচ্ছে এমনটাই অভিযোগ। এখনো তাদের অস্থায়ী ত্রাণ শিবির মেলেনি।এ বিষয়ে এলাকা গ্রাম পঞ্চায়েত সদস্য উদয় দাস জানান আমরা সকাল থেকে এই আড়াইশো টি পরিবারকে নিয়ে স্কুলের সামনে গাছের নিচে বসে রয়েছি এখনো ব্লক প্রশাসন কোন ব্যবস্থা করেনি সারাদিন না খেয়ে সকলেই বসে রয়েছে। বারবার ফোন করা হলে জানানো হচ্ছে দেখছি এখনো কোনো ব্যবস্থা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here