শুক্রবার পূর্ব বর্ধমান জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বিকল্প ইস্তেহার প্রকাশ করা হলো।

0
95

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ৮ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বিকল্প ইস্তেহার প্রকাশ করা হলো। বাম পথে গ্রাম এই নামে প্রকাশিত হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহার। বর্ধমান শহরের শাহেদুল্লাহ বিজয় ভবন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হয় এই নির্বাচনী ইস্তাহার। এই নির্বাচনী ইস্তেহারের বলা হয়েছে আমাদের প্রার্থীরা যা করবে না -১. তোলাবাজি করবে না,চুরি করবে না।২. জেতার পর দলবদল করবে না। এছাড়াও মহিলাদের কাজের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এই নির্বাচনী ইস্তেহার। সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট যদি পঞ্চায়েত গঠন করতে পারে তাহলে আমাদের মনোনীত প্রার্থীরা মানুষের জন্য কি কি ভূমিকা পালন করবেন তারই একটি বিকল্প ইস্তেহার প্রকাশ করা হলো। মানুষের যে সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যেতে পারে স্বচ্ছ পঞ্চায়েত গঠনের মাধ্যমে সেটাই প্রকাশ করা হলো আজ আপনাদের সামনে।সিপিআইএমের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব আজ এই উপস্থিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here