শুক্রবার বর্ধমান শহরেও মর্যাদার সাথে পালিত হলো হুল দিবস।

0
403

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ঐতিহাসিক হুল দিবস। রাজ্যের বিভিন্ন জায়গায়আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে ঐতিহাসিক হুল দিবস। বর্ধমান শহরেও মর্যাদার সাথে পালিত হলো হুল দিবস। রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার সভাপতি দেবু টুডুর উদ্যোগে উৎসব ময়দান থেকে কার্জন গেট পর্যন্ত করা হয় পদযাত্রা। পাশাপাশি কার্জন গেটে অবস্থিত স্বাধীনতা সংগ্রামী সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার রাজ্য সভাপতি দেবু টুডু। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার রাজ্য সভাপতি দেবু টুডু তিনি বলেন, সারা ভারতবর্ষে মর্যাদার সাথে পালিত হচ্ছে ঐতিহাসিক হুল দিবস। আমাদের আদিবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগেও পালিত হচ্ছে এই হুল দিবস। আমরা উৎসব ময়দান থেকে কার্জন গেট পর্যন্ত পদ যাত্রা করলাম এবং কার্জন গেটে অবস্থিত সিধু কানু মূর্তিতে আমরা মাল্য দান করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here