জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতীঃ- ২৮ শে জুন থেকে ২ রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে বিভিন্ন সর্তকতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করা হয়।
বুধবার রাত থেকে টানা একনাগাড়ে চলছে জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তরের নদীগুলি তিস্তা ,জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ন নদী গুলিতে ক্রমশ জল বাড়তে শুরু করেছে। মনে করা হচ্ছে দিন-রাত যদি এভাবেই বৃষ্টি চলে জেলা জুড়ে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।