পুনর্ভবা নদীর জলে ‘ভাসছে’ ঘর-বাড়ি।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদা—–পুনর্ভবা নদীর জলে ‘ভাসছে’ ঘর-বাড়ি। ছেলে-মেয়ে, গবাদি পশু নিয়ে দিন কাটছে খোলা আকাশের নীচে। মালদহের বামনগোলার বানভাসি বটতলি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছলেন ব্লক প্রশাসনের কর্তারা।
এ দিনই ত্রিপল, শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল নিয়ে পুনর্ভবার জলে প্লাবিত গ্রামগুলিতে যান বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও হাসনাত আলি, পঞ্চায়েত সমিতির নারী, শিশু ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ রাজিতা কিস্কু এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। হাসনাত আলি বলেন, “বটতলির প্রায় ১২ পরিবারকে শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল, ত্রিপল দেওয়া হয়েছে। তাঁদের কাছে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য দফতরের আধিকারিকেরাও রয়েছেন। তাঁরা স্বাস্থ্য পরিষেবাও দিয়েছেন।”

প্রশাসনের দাবি, পুনর্ভবা নদীর জলে বামনগোলা ব্লকের চাঁদপুর, গোবিন্দপুর-মহেশপুর এবং জগদল্লা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে। পুনর্ভবা নদীর জলে গ্রামের প্রায় ৬৫টি স্থানে রাস্তা কেটে গিয়েছে। ফলে, গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, উপস্বাস্থ্য কেন্দ্রের মতো সরকারি প্রতিষ্টানও জলের তলায় রয়েছে। এ দিন দুপুরে প্রশাসনের কর্তারা ত্রাণ নিয়ে পৌঁছে মানুষের পাশে দাঁড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here