ডেঙ্গু প্রতিরোধে উদাসীন বর্ধমান পৌরসভা বলে দাবী বিরোধীদের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ রাজ্য জুড়ে ডেঙ্গু সতর্কতা আবহে, ডেঙ্গু রোধে কতটা সচেতন, তা নিয়ে প্রশ্নের মুখে বর্ধমান পৌরসভা। সময়মতো নর্দমা ও রাস্তার জঞ্জাল পরিষ্কার না করায় বৃদ্ধি পাচ্ছে মশা। ডেঙ্গু প্রতিরোধে উদাসীন বর্ধমান পৌরসভা বলে দাবী বিরোধীদের। পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত ৭৫০ জনের বেশী মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হলেও বর্ধমান পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত নগন্য বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে। যদিও শহরের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে খামতি রাখচ্ছে না বলে জানিয়েছে বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ। পৌর-পারিষদ প্রদীপ রহমান বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে শহরের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যাতে প্রত্যেকটি মানুষ কে ডেঙ্গু সম্বন্ধে সচেতন করতে পারি। এছাড়া বর্ধমান পৌরসভার পক্ষ থেকে শহরের ড্রেন গুলিতে প্রায় সাড়ে ছ’হাজার গাপ্পি মাছের চারা ছাড়া হয়েছে, যাতে ডেঙ্গুর লার্ভা গুলো নষ্ট হয়ে যায়। নিয়মিত এলাকার স্প্রে করার সাথে সাথে ঝোপঝাড় পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে পৌরসভার সাফাই কর্মীরা বলে দাবী করেন প্রদীপ বাবু।
অন্যদিকে, বর্ধমান শহরের রেল স্টেশন সংলগ্ন জি.টি.রোড সহ বিভিন্ন রাস্তায় ধারে পরে রয়েছে জঞ্জাল-আবর্জনা, সেই সঙ্গে লক্ষীপুর মাঠে এলাকা সহ বিভিন্ন জায়গায় নর্দমা গুলো নোংরায় বুজে রয়েছে। পৌরসভার সাফাই কর্মী থাকলেও প্রত্যেকদিন পরিষ্কার হচ্ছে না এলাকা ঝোপঝাড়-জঙ্গল গুলো, হচ্ছে না রাসায়নিক স্প্রে। এতে ডেঙ্গু সংক্রমণ বারছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *