নির্বিঘ্নে ভোটপ্রক্রিয়ার দাবি জানিয়ে কোচবিহারে রাজ্যপালের দরবারে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

0
329

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তেজনা দেখা দিয়েছে কোচবিহার জেলায়। সে নিয়ে অভিযোগ জানাতে এবং নির্বিঘ্নে ভোটপ্রক্রিয়ার দাবি জানিয়ে কোচবিহারে রাজ্যপালের দরবারে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে তিনি বলেন, ‘জেলাজুড়ে বিশেষ করে উত্তরবঙ্গজুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলব। পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বলব।’

ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং তাঁর দল যেভাবে এখানের পরিবেশকে অশান্ত করে তুলেছে অন্তত ভোটের পরবর্তী এক মাস এখানে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার।’ পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের একাংশকেও বিঁধলেন তিনি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিন মন্ত্রী ছাড়াও সেখানে রয়েছেন বিজেপির ৫ বিধায়ক। তাঁরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানান। শনিবার সকাল থেকে কোচবিহারের সার্কিট হাউসের সামনে ভিড় সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here