নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শুভেন্দু অধিকারীর সভার জন্য গ্রামে দলীয় পতাকা টাঙাতে গিয়ে আক্রান্ত হয়ে গুরুতর জখম হলেন পাঁচ বিজেপি কর্মী। সভা শেষে আহতদের নিয়ে থানায় হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটির। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃনমূলের বিরুদ্ধে। তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবা সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে সভা করেন শুভেন্দু অধিকারী। স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে এদিন বিকালে সেই সভা উপলক্ষ্যে গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীরামপুর বড়শাল এলাকার বিজেপি কর্মীরা নিজেদের গ্রামে দলের পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বেশ কিছু তৃনমূল কর্মী বিজেপি কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। পরে তৃনমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ । রড লাঠি দিয়ে পাঁচ জন বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ। আহতরা প্রাথমিক চিকিৎসার পর সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর গঙ্গাজলঘাটির সভায় হাজির হলে শুভেন্দু অধিকারী তাঁদের মঞ্চে ডেকে ঘটনার কথা জানান।সভা শেষে আহতদের নিয়ে শুভেন্দু অধিকারী হাজির হন গঙ্গাজলঘাটি থানায়। থানার আই সি র সাথে কথা বলে দ্রুত অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানান। এই ঘটনায় তৃনমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।