পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রীনু নাইডু খুনের ঘটনায় রামবাবু সহ ১৩ জনকে বেকসুর খালাস নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন খড়গপুর বাসিরা ভয় করছেন একটা মৃত্যুর পর যেভাবে দোষীরা খালাস হয়ে গেল, কিছুদিন খড়গপুর শহর শান্ত ছিল আবার হয়তো অশান্ত হবে, বোম বন্দুক চলবে, সোনার দোকানে ডাকাতি, রাস্তায় ছিনতাই, আমার মনে হয় ভয় দেখানোর জন্য এইরকমটি করা হয়েছে, খড়গপুর বাসীদের সঙ্গে তৃণমূল পারছে না, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত,তার স্ত্রীর কোর্টে যাওয়া উচিত, সিবিআই তদন্ত চাওয়া উচিত, তৃণমূলের দলীয় কার্যালয়ে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে ভাবা যাবে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, আদালত কেউ প্রভাবিত করা হচ্ছে, এই তৃণমূল থেকে আমাদেরকে কি সুরক্ষা দেবে, প্রকাশ্যে তাদের নেতারাই খুন হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি একাধিক রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি।