প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাওড়ায় জয়জয়কার। সাঁকরাইল ব্লকের ১৬টি পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্র ছিল শিকম কলেজে। প্রথম পর্বের পঞ্চায়েতের গ্রাম সভার ভোট গণনা শান্তিপূর্ণভাবে হলেও দ্বিতীয় পর্বে ভোট গণনা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিরোধী দল সিপিএম বিজেপি আইএসএফ ও কংগ্রেস প্রায় সবাই গণনা রুম থেকে বেরিয়ে আসে। এবং তারা অভিযোগ করতে থাকে টিএমসি র নেতৃত্ব তাদের মারধর করেছে এবং ভোট লুট করেছে। জেতা প্রার্থীদের সার্টিফিকেট দেয়নি এমনকি মারধর করে রুম থেকে বার করে দিয়েছে এমনই অভিযোগ করলেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন, প্রশাসনের ভূমিকা ছিল দর্শকের মতন এমনই অভিযোগ বিরোধীদের। যদিও সংখ্যার নিরিখে ১৬টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল নিজে দখল রাখতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠ সমিতি এবং তিনটি জেলা পরিষদ তৃণমূলের দখলে গিয়েছে। চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ টহল চলছে। অন্যদিকে বিরোধী দলের নেতৃত্বরা মহামান্য হাইকোর্টে দরবার করায় আপাতত কুড়ি তারিখ পর্যন্ত ঝুলে রইল গ্রাম পঞ্চায়েতের গঠনের সিদ্ধান্ত এমনই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত হলেও সাঁকরাইল ব্লক কে তেমন কোন ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলল এলাকার বাসিন্দারা। তবুও চাপা আতঙ্ক রয়ে যায় এমনও কানাঘুষে শোনা যায় সাধারণ নাগরিকদের কাছ থেকে। দিনের শেষে ফলাফল ভিত্তিতে হাওড়া জেলায় তৃণমূলের জয়জয়কার।