৩৪ দিন যাবত পোস্ট অফিসের মেশিন খারাপ এবং ইন্টারনেট পরিষেবা না থাকায় গ্রাহকদের হয়রানির শেষ নেই,তালা ঝুলিয়ে গ্রাহকদের আন্দোলন।

0
429

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একাধিক দাবি-দাওয়া নিয়ে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে গ্রাহকদের আন্দোলন।
নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের হোগোলবাড়িয়া থানার অন্তর্গত জমশেরপুর পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পোস্ট অফিসের গ্রাহকেরা। অভিযোগ প্রায় ৩৪ দিন যাবত পোস্ট অফিসের মেশিন খারাপ এবং ইন্টারনেট পরিষেবা না থাকায় গ্রাহকদের হয়রানির শেষ নেই। টাকার প্রয়োজনে গ্রাহকদের ভীষণ দুরাবস্থা দেখা দিয়েছে। তাদের জমাকৃত অর্থ ফেরত না পাওয়ায় তারা আন্দোলন শুরু করেছে। গ্রাহকদের পক্ষ থেকে সাধন সরকার বলেন, যে, শুধু ইন্টারনেট পরিষেবা বা মেশিন খারাপ এমনই নয়, দীর্ঘ কয়েক দশক ধরে একটি মেশিন দ্বারা লেনদেন হয় এবং আধার সংশোধনের ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে আধার কার্ড সংশোধন হয় না। তাছাড়া এখানে মহিলাদের কোন শৌচাগার নেই। এইসব বিষয় নিয়েই আমাদের আন্দোলন। এই দাবিগুলো মেনে না নিলে আমরা আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব এমন কথা বলেন গ্রাহকের পক্ষ থেকে সাধন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here