বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়াম হলে পালিত হল আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- একাধিক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও অস্ত্র পাচারের পর মানবপাচার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরাধমূলক কার্যক্রম। মানবপাচারের সঙ্গে প্রথম দুটি অপরাধও প্রায়ই জড়িয়ে থাকে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলোর সবচেয়ে দ্রুত বর্ধনশীল কার্যক্রম হচ্ছে মানবপাচার। প্রতি বছর 30 শে জুলাই পালিত হয় মানব পাচার প্রতিরোধ দিবস। সেই মর্মে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়াম হলে পালিত হল আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, বর্ধমান রাজ কলেজের বোটানি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রদীপ চ্যাটার্জী, বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী সহ বিশিষ্ট গুণী ব্যক্তি। বর্ধমান সহযোদ্ধার সভাপতি তথা অধ্যাপক ঋষি গোপাল মন্ডল বলেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশ, বর্ধমান সহযোদ্ধা এবং রাজ কলেজের এনএসএস সহযোগিতায় আজ আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। মূলত সচেতনতামূলক এই কর্মসূচি। মানব পাচারে মানুষকে আরো বেশি সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *