নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ফালাকাটা ব্লকের লক্ষিপুর চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে ছাতা বিতরণ করা হলো। এখানকার শ্রমিকরা প্রখর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে চা উৎপাদন করে চলেছে। শ্রমিকের এই অক্লান্ত পরিশ্রমে ভরে ওঠে চায়ের সমারোহ। চা উৎপাদনে এই শ্রমিকদের ভূমিকা অনেক বেশি। তাই এবার চা শ্রমিকদের পাশে দাঁড়াতে এদিন ছুটে এলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর এডুকেশন সেন্টার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন ওই এলাকার মোট ৭০ জন শ্রমিকদের মধ্যে একটি করে ছাতা বিতরণ করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ছাতা পেয়ে খুশি হতে দেখা গেল সেই সব শ্রমিকদের যারা অক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে, বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের চা যোগাচ্ছেন।
Home রাজ্য আলিপুরদুয়ার শ্রমিকদের মধ্যে ছাতা বিতরণ করা হলো সোমবার ফালাকাটা ব্লকের লক্ষিপুর চা বাগান...