পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শীত পড়তেই মেলা এবং উৎসবের আনন্দ নিচ্ছেন গোটা বর্ধমান শহরবাসী। এরই মধ্যে এক অন্যরকম মেলা এবং প্রদর্শনী চলছে শহর বর্ধমান। কলকাতা হবি ডিলাস এসোসিয়েশনের উদ্যোগে বর্ধমানের সঙ্গম হলে দু’দিনব্যাপী হবি মেলা উদ্বোধন হয়েছে। ১৩ই জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। এই মেলাতে রয়েছে পুরনো দিনের কয়েন, স্ট্যাম্প এবং আজাদ হিন্দ বাহিনীর মেডেল মেলায় আগত মানুষের মন কেড়েছে। সব থেকে বেশি মানুষ আগ্রহী নেতাজির নিজের হাতে লেখা আজাদ হিন্দ ফৌজ এর জন্য চিঠি। হবি ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা রবি সেবক জানান, দু’দিনব্যাপী বর্ধমান শহরে এই প্রথম শুরু হয়েছে এই হবি মেলা। আমরা বর্ধমান বাসীকে এখানে আসার জন্য আহ্বান জানাছি। নেতাজির নিজের হাতে লেখা চিঠি, আজাদ হিন্দ ফৌজ এর মেডেল, স্বাধীনতার ৭৫ তম বর্ষের কিছু ঐতিহাসিক জিনিস, মুঘল আমলের কয়েন সহ বিভিন্ন পুরাতন জিনিস আমরা এই মেলাতে দেখেছি। বর্ধমানের ঐতিহাসিক জিনিসও রয়েছে এই মেলাতে। গতকাল আমাদের এই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবাবু আরো বলেন, মানুষ তার কাছে থাকা দুষ্প্রাপ্য জিনিস যেমন এখানে বিক্রি করতে পারবেন তেমনি এই মেলাতে থাকা বিভিন্ন ঐতিহাসিক দুষ্প্রাপ্য জিনিস ক্রয় করতে পারবেন।
অন্যরকম মেলা এবং প্রদর্শনী চলছে শহর বর্ধমানে।

Leave a Reply