প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে সাঁকরাইলে হয়ে গেল পথসভা এবং যোগদান পর্ব। লোকসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে, এক এক করে প্রত্যেক পার্টির প্রার্থীর নাম ঘোষিত হচ্ছে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ঠিক তেমনি বিজেপিও বেশ কিছু আসনে তাদের প্রার্থীর নাম ঘোষনা করেছে। পিছিয়ে নেই ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির কর্মীবৃন্দরাও। ন্যায় অধিকার রক্ষা পার্টি পশ্চিমবঙ্গে ৪২ টা আসনের প্রার্থী দিয়েছেন এমনই জানালেন পার্টির মূল কর্ণধার ডক্টর মেহেবুব সাকির। মঙ্গলবার বৈকালে সাঁকরাইল সারেঙ্গা এলাকায় এক পথসভায় বি এন আর পীর হাওড়া লোকসভার প্রার্থী ডাক্তার শম্পা দাস যেমন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অঞ্জন গোস্বামী, অভিজিৎ পাল, ডাক্তার মনিকা মুখার্জি, শেফালী দে, ডাক্তার সুজাতা ভট্টাচার্য, সুনীল সিং সুনীল সিং সহ এক ঝাঁক নেতৃত্ববৃন্দ এবং সদ্য দলে যোগদান করা নেতৃত্ববৃন্দরা। সভায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃত্ববৃন্দরা। সেইসঙ্গে চলে যোগদান পর্ব । সাঁকরাইল সারেঙ্গায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নবনিযুক্ত পার্টির কর্মী গোপাল নস্কর । বিএনআরপির কর্ণধার ডক্টর মেহেবুব সাকির জানান প্রায় ১৫ জন নতুন কর্মীরা তাদের দলে যোগ দিলেন। তিনি জানান বিএনআরপি আগামী দিনে আরো সভা করবেন সাঁকরাইলে। হাওড়া জেলার বিএনআরপির প্রার্থী ডাক্তার সম্পা দাস বললেন তিনি জয়লাভ করবেন হাওড়া জেলায়। ২০১১ সালে পথচলা এই পার্টির দেখতে দেখতে ১৩ বছর পদার্পণ করল। এখন দেখার কেন্দ্রীয় বিজেপির দল এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসকে এই পার্টি কতটা বেগ দিতে পারে সেদিকে তাকিয়ে আপামোর এলাকাবাসী।