নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি প্রার্থী ঘোষণা করলেও এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি বাম কংগ্রেস কোনো পক্ষই। এই আসনে কংগ্রেস এর প্রার্থী হবে নাকি বামেরা প্রার্থী দেবে এই দোলাচলে রয়েছে বাম কংগ্রেস তখন ভোট অবহে দলীয় কর্মীরা যাতে উজ্জীবিত থাকে তার উদ্যোগ নিলো বামেরা। আর তারই অঙ্গ হিসেবে বুধবার বিকেলে আনুমানিক 5 টা নাগাদ রামনগর 1 গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি লজে দলীয় কর্মীদের নিয়ে এক সভা করলো সিপিএম। সিপিএম এর রানাঘাট লোকাল এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও এদিনের এই কর্মী সম্মেলনে সিপিএম এর নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির দুজন প্রার্থী দিয়েছে। তৃণমূল প্রার্থীই দিতে পারেনি। বুধবার সিপিএমের ডাকা সভায় এসে এমনই মন্তব্য করলেন শতরূপ ঘোষ। পাশাপাশি সিপিএম রানাঘাট কেন্দ্রে ২,৩ এর মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন শতরূপ। সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি একদিকে কেন্দ্র অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। শতরূপের বক্তব্য, এ রাজ্যের চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে মামলা করেন। অথচ 100 দিনের টাকা ফেরত এর জন্য তিনি দিল্লি যাচ্ছেন, ছবি তুলছেন, রাজ্যে প্রতিবাদ সভা করছেন অথচ আদালতের দ্বারস্থ হচ্ছেন না।