দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজি বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত মানেই রং এবং আবিরে রাঙানো একটি রঙিন উৎসব। আর এই বসন্তের আবাহনে কে না মেতে ওঠে? কচি পাতার মতন কচিকাঁচাদের প্রাণেও তাই লাগলো বসন্তের ছোঁয়া। আজ বীরভূম জেলার দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতনে স্কুলের উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে প্রাক্ বসন্ত উৎসব পালন করা হয়। এদিন শুরুতে আনন্দধারা শিশু নিকেতনের কচিকাঁচাদের নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের তালে তালে নৃত্য করতে করতে সিনেমা হল সংলগ্ন এলাকা পরিক্রমা করা হয়। তারপর স্কুলের মুক্তমঞ্চে কচিকাঁচারা কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। বসন্ত উৎসব ঘিরে এদিন ঠিক যেন এক টুকরো শান্তিনিকতেন উঠে এল আনন্দধারা শিশু নিকেতন প্রাঙ্গণে। প্রাক বসন্ত উৎসব উপলক্ষে কচিকাঁচা থেকে শুরু করে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক, অভিভাবিকারা শান্তিনিকেতনের আমেজ উপভোগ করলেন। সবশেষে শিক্ষক, শিক্ষিকা, স্কুল পরিচালন সমিতির সেক্রেটারি সকলেই মিলে আবীর খেলায় মেতে ওঠেন। এদিন উপস্থিত ছিলেন আনন্দধারা শিশু নিকেতনের সেক্রেটারি তরুণ কুমার গড়াই, প্রিন্সিপাল সুপ্রিয়া গড়াই সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকারা।