ল্যাংরা, চোষা, ফজলি, এক বাগানেই ৭২ প্রজাতির আম।

0
170

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এ এক ব্যাতিক্রমী আমবাগানের কথা। মালদা নয়, আলিপুরদুয়ারের শহরতলির এক বিঘার এক আমবাগান। ল্যাংরা, চোষা, ফজলি থেকে বিভিন্ন প্রজাতির আম! এক বাগানেই ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন দেব ওরফে লোচা। আরো শুনলে অবাক হবেন, ৭২ প্রজাতির আমের গাছ সহ এই বাগান পাহাড়া দিতে বসানো হয়েছে ১২ টি সি সি টি ভি ক্যামেরা। ১২ সিসিটিভির ক্যামেরার লেন্সে সর্বক্ষন নিজের সাধের আমবাগানে নজরদারি চালান লোচাবাবু। লোচার আমবাগানে এখন বেড়াতেও যান মানুষেরা। আলিপুরদুয়ার শহর লাগোয়া দক্ষিন জিৎপুরেই বাড়ি এই রেলকর্মীর। আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের কমার্শিয়াল সেকশনে গ্রুপ ডির ডাকুরী করেন লোচা বাবু। বাড়ির সঙ্গেই লাগানো তার সাধের আমবাগান। এক বিঘা জমির উপর দীর্ঘ পাঁচ বছর থেকে আমের বাগান করছেন তিনি। তবে তার বাগানে আম ছাড়াও অন্য বেশ কিছু ফল ফুলের গাছ রয়েছে। সব মিলিয়ে গাছের সংখ্যা প্রায় ২০০। তবে ব্যাতিক্রমী তার আমের চাষ। জানা গিয়েছে, এই আমবাগানে মোট ৭২ প্রজাতির আমের গাছ লাগিয়ে তাতে ফল ফলিয়েছেন লোচা বাবু। ৭২ প্রজাতির আমের মধ্যে ১৫ টি রয়েছে দেশি প্রজাতির আম। বাকি সবই বিদেশি প্রজাতির আমের চারা। আর এখানেই তাক লেগে গেছেন অনেকে। ডুয়ার্সের মাটি সাধারনত শাল, সেগুন , শিরিষের মত গাছের জন্য আদর্শ। কিন্তু এখানে ৭২ রকমের আমের গাছ লাগিয়ে তাতে ফলন আনা ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করছেন অনেকে। নিজের সন্তানের মতোই এই সব গাছের যত্ন করেন লোচা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here