পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাঁকটিয়া এলাকার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় এক আইসিডিএস কর্মীর, জানা যায় সরকারি ভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য কর্মীরা বাড়িতে দুই সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনা মূল্যে লাইগেশন করানো হবে এমনটাই জানিয়ে ছিলেন। এরপরেই সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত (বয়স ৩৭) পেশায় এক আইসিডিএস কর্মী কাঁকটিয়ার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করার আগে এনাস্তিসিয়া ইনজেকশন দেয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা, তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ করেন মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত। তিনি আরো অভিযোগ করেন পরিকাঠামো না থাকা সত্ত্বেও একসঙ্গে এত জনের লাইগেশন এর অপারেশন হয় কি করে? সেই পরীপ্রেক্ষিতে হাসপাতালের পরিকাঠামোর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের বি এম ও এইচ এর নিকট ডেপুটেশন দেয় বিজেপি।