বাউরিয়া যুবগোষ্ঠীর ৫৬ তম বর্ষের দুর্গাপূজা।

0
805

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : মাননীয়া মুখ্যমন্ত্রী বাউরিয়া যুবগোষ্ঠীর ৫৬ তম বর্ষের দুর্গাপূজা ভার্চুয়াল উদ্বোধন করলেন । দেখতে দেখতে বাউরিয়ার যুব গোষ্ঠীর দুর্গাপূজা ৫৬’তম বর্ষে পদার্পণ করল। পূজা কমিটির প্রধান উদ্যোক্তা তথা পৌরসভার কাউন্সিলর ডাক্তার সুমন সাঁপুইয়ের মস্তিষ্ক প্রশন পুরান বর্ণিত দেবী দুর্গার ১০৮ অবতারের একটি অবতার মহাতপা দেবী দুর্গা এই মূর্তি স্থাপন করলেন মন্ডপে। বিশাল আকার জায়গায় চোখ ধাঁধানো মণ্ডপ সুসজ্জিত করলেন বাউরিয়া যুব গোষ্ঠীবৃন্দ সাধারণ মানুষের উদ্দেশ্যে। প্রতিবছরই এই যুবগোষ্ঠীর দুর্গাপূজা মন্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জার পরিবেশনে যেমন সাধারণ মানুষের হৃদয় একটা দাগ কাটেন। এ বছরও তার কোন ব্যতিক্রমী দেখা গেল না। পূজা কমিটির এই নিত্য নতুন উদভাবনা সাধারণ মানুষকে মুগ্ধ করবে এমনই আশা। পুজো প্রাঙ্গনে প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে পুজোর সূচনা করলেন রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া
পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, পুজো কমিটির প্রধান উদ্যোক্তা ও উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর ডাঃ সুমন সাঁপুই সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুজোর প্রত্যেকটা দিনই দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছেন উদ্যোক্তাগণ। যুবগোষ্ঠীর আশা এ বছর লক্ষাধিক সাধারণ দর্শনার্থীদের আশীর্বাদে তাদের এই ৫৬ বছরের দুর্গা পূজা উলুবেড়িয়ার মধ্যে বিশিষ্ট স্থান অধিকার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here