নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করে থাকেন তাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

0
119

মহিষাদল, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রতি কয়েক মাস আগে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় রুপনারায়ন নদীর পাড় ভেঙ্গে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে অস্থায়ী মেরামতির কাজ করা হয়।কিন্তু ঘুর্ণিঝড় দানার প্রভাবের কথা ভেবে চিন্তায় মহিষাদল ব্লকের অমৃতবাড়িয়া সহ আসেপাশে গ্রামের মানুষ। কারন দানার দূর্যোগের প্রভাবে আবার রুপনারায়ন নদীর পাড় ভেঙ্গে জল লোকালয়ে প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া সাথে বৃষ্টি। ফলে নদীর জল ক্রমশই ফুলে ফেঁপে উঠছে। যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে। সেকথা ভেবেই চিন্তায় এলাকার মানুষজন।
মহিষাদল ব্লকের বিডিও বরুনাশীষ সরকার জানান,” ব্লক এলাকার দুর্বল নদী বাঁধ গুলির দিকে আমাদের নজর রয়েছে। নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করে থাকেন তাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সেই সাথে প্রানীয় জল থেকে শুকনো খাওয়ার মজুত রাখার পাশাপাশি গৃহপালিত পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। আমরা সদা সতর্ক রয়েছি। যাতে যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় দানার মোকাবিলা করতে পারি”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here