নিজস্ব সংবাদদাতা, মালদা—বিষধর সাপের ছোবলে সাত বছরের নাবালিকা স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এল মালদার মানিকচকের রামনগর এলাকায়। জানা গেছে, মৃত নাবালিকা স্কুলছাত্রীর নাম রূপালী মন্ডল, বয়স ৭ বছর। বাড়ি মানিকচক ব্লকের মানিকচক গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায়। বাবার নাম গৌড় মন্ডল, পেশায় দীন মজুর। রূপালী স্থানীয় রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে খবর গত রবিবার বাড়ির পেছনে বাথরুমে যাওয়ার সময় তাকে বিষধর সাপের কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চারদিন তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। তাদের মর্মবিদারী কান্নায় গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মৃত নাবালিকা স্কুলছাত্রীর বাড়ি যান রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল। তিনি শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সান্ত্বনা দেন। সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাসবাণী শোনান।