পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ।

0
179

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জল বাঁচাও,মাছ বাঁচাও, মৎসজীবী এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎসজীবীদের জীবিকা সুরক্ষার দাবীতে মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়োয় এই সমাবেশ অনুষ্ঠিত হল। এদিন সমাবেশের আগে একটি মিছিলের আয়জন করা হয়। মিছিলের শেষে সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি, পাশাপাশি নদীর পাশে অবৈধ ইঁট ভাটা এবং বেআইনি মাছের ভেড়ি গজিয়ে উঠেছে, তার ফলে জল নিকাশির সমস্যা তৈরী হয়েছে। পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীরা বর্জ্য পদার্থ ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কিন্তু বার বার স্থানীয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছ কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারীও দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্য জীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জী, সাধারণ সম্পাদক সেবাস্টিয়ান রড্রিগো, সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্র নাথ সিং এবং পটাশপুর ১ ব্লক শাখা কমিটির সদস্যেরাও। এদিনের সমাবেশে কয়েকশো মৎস্যজীবী সামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here