নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর: গঙ্গারামপুরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য।689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক। তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল।
আগামীতে পড়াশুনা করে বিজ্ঞানী হতে চান গঙ্গারামপুরের অংকন বসাক।
জানা গেছে এবারে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অঙ্কন বসাক। শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই দেখা যায় ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র অংকন বসাক। এমন খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া গঙ্গারামপুর সহ গোটা জেলা জুড়ে। পড়াশোনা করে আগামীতে বিজ্ঞানী হবার ইচ্ছা প্রকাশ করেন মাধ্যমিকে সপ্তম স্থান অর্জনকারী ছাত্র অংকন বসাক।।
Leave a Reply