নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — —-বামনগোলা এলাকার বাসিন্দাদের জন্য সুখবর বামনগোলার বিভিন্ন এলাকায় কৃষিকাজের উপরে নির্ভরশীল।সেই পরিস্থিতিতে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ নিয়েছিলেন পঞ্চায়েত ভোট জিতলেই তারা বামনগোলা এলাকায় যেসব জায়গায় খাড়ি রয়েছে, প্রায় বড় ছোট সব মিলে ১৬ টি খাড়ি রয়েছে সেইসব খাড়ি সংস্কারের কাজ শুরু করা আগে সরকারি ইঞ্জিনিয়ার দিয়ে মাপ জোক শুরু হলো। উল্লেখ্য বামনগোলা এলাকায় কৃষি কাজের জন্য একমাত্র ভরসা ছিল বৃষ্টির জল সেই পরিপেক্ষিতে চাষের জন্য অপেক্ষা থাকতে হতো বর্ষার সময় এবার থেকে আর বৃষ্টির জলের অপেক্ষায় থাকতে হবে না। খাড়ি সংস্কারের পর কৃষি জমিতে জলের আর কোন সমস্যা থাকবেনা এমনটাই জানা গিয়েছে। বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার জানান রাজ্য সরকারের উদ্যোগে এই আজ থেকে শুরু হলো খাড়ি গুলি মাপ যোগের কাজ কোথায় কতটা ডিপ এবং গর্ত করতে হবে সেইসব নিয়ে কলকাতা থেকে একটি বিশেষ ইঞ্জিনিয়ারদের টিম আসে এই খাড়ি মাপ যোগ শুরু করেছে।মাপযোগ করে সম্পূর্ণ রিপোর্ট জমা দিয়ে তারপরে সংস্কারের কাজ শুরু হবে। কতো টাকা খরচ হবে সেটাও এইমাপ যোগ করার পড়ে জানা যাবে।এই উদ্যোগে এলাকাবাসী খুশি।
কলকাতা থেকে একটি বিশেষ ইঞ্জিনিয়ারদের টিম আসে খাড়ি মাপ যোগ শুরু করেছে।

Leave a Reply