উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে করনদীঘি থানার কামাত রাজ্য সড়কে।দুর্ঘটনাগ্রস্থ যুবকের অবস্থা ভীষন সংকটজনক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার আলিহানগরের বাসিন্দা কৈলাশ গোস্বামী এদিন বাইকে চড়ে কামাত গ্রামে জমিতে জল দিতে যান।তিনি ও তার স্ত্রী কল্যানী গোস্বামী পুটিমারী বাজারে তেলেভাজার দোকান চালান।অভিযোগ,জমি থেকে বাড়ী ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।যুবকটির পরিবারের লোকেদের অনুমান,তিনি বাইকে চড়ে বাড়ী ফিরবার সময় কোন গাড়ী তাকে ধাক্কা মেরে থাকতে পারে।স্থানীয় মানুষেরা কৈলাশ গোস্বামীকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা ভীষন আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গন্জ মেডিকেল কলেজে রেফার করেন।
বাড়ী ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি, ভীষন আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন।

Leave a Reply