পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুঃস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ঝাড়বনী সর্বার্থ সাধক মিলন সংঘে বৃহস্পতিবার থেকে দুঃস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা শুরু হলো। গড়বেতা গ্রামীন হাসপাতালের চিকিৎসক ডঃ বিদেশ দে তিনি সোম থেকে শুক্রবার সন্ধ্যা থেকে ক্লাবে মাত্র ৫০ টাকায় রোগী দেখবেন।এইদিন ক্লাব সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন অসহায় মানুষদের কোন ফিস তিনি নেবেন না। আমরা ক্লাব থেকে এই পরিষেবা মানুষ জনদের দেবার জন্য ডাক্তারবাবুর কাছে প্রতিশ্রুতি নিয়েছি। এলাকার মানুষজন চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা যাতে পাই তারই শুভ উদ্বোধন হলো আমাদের ক্লাবে। এইদিন উদ্বোধনক্ষনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সমীরণ ব্যানার্জী, ডাক্তার বিদেশ দে,সুশান্ত দে ক্লাব সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় সহ ক্লাবের সদস্য ও এলাকার মানুষজন।
মাত্র ৫০ টাকায় চিকিৎসা পাবেন গড়বেতার দুঃস্থ মানুষজন।

Leave a Reply