পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭ দফা দাবি নিয়ে “বাংলা বাঁচাও” যাত্রা করলো সিপিআইএম নেতৃত্ব, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে সাত দফা দাবি নিয়ে “বাংলা বাঁচাও” পথযাত্রা করলো সিপিআইএমের নেতাকর্মীরা। মূলত তাদের দাবিগুলি হল কেন্দ্রীয় সরকারকে একশ দিনের কাজ বন্ধের চক্রান্ত বন্ধ করতে হবে,গড়বেতাকে মহকুমার হিসেবে ঘোষিত করতে হবে,শিলাবতী নদীর উপরে থাকা খাট ও বাঁশের তৈরি লোখাটাপোল কংক্রিটের সেতু তৈরি করতে হবে,গড়বেতার রাধানগরে রেল ক্রসিংয়ের উপর উড়ানপুল তৈরি করতে হবে, এইসব দাবি নিয়ে এই দিন গোটা শহর পরিক্রমা করে এই পদযাত্রা। এই দিন উপস্থিত ছিলেন তপন ঘোষ, দিবাকর ভূঁইয়া,সামেত গায়েন সহ অন্যান্য সিপিআইএমের নেতাকর্মীরা।
গড়বেতায় উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা।।












Leave a Reply