নতুন রাজনৈতিক দলে যোগ, সিভিক ভলেন্টিয়ার থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ—মালদায় বিতর্কের কেন্দ্রে মুজকেরা বিবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার l এদিকে প্রার্থীর নাম প্রকাশে আসতেই সিভিক ভলেন্টিয়ার পথ থেকে বসিয়ে দেওয়া হয়েছে l তবে আফসোস নেই নির্বাচনের লড়াই টাই বড় চ্যালেঞ্জ জিতার ব্যাপারে আশাবাদী মুজকেরা বিবি ।
এদিকে নাম প্রকাশে আসতেই হৈচৈ করে গিয়েছে মালদায়ের পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুজকিরা বিবি, নতুন দলের পার্টি হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল, বিজেপি, দলের ।

বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা বিবি তার স্বামী কুরবান আনসারী একজন স্বেচ্ছাসেবী সংস্কার কর্ণধর l কুরবান আনসারী তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন ।

প্রার্থী মুচকিরা বিবি জানান রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতি গুরু হুমায়ুন কোবির প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিবিকের পথ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাতে তার কোন আফসোস নেই । কাজ করার মতামত ছিল না । যাই হোক ভালো করেছে। আমাদের দলের সর্ব প্রধান বিধায়ক হুমায়ুন কোবির উনার যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব । জিতের ব্যাপারে আমি আশাবাদী ।

মুজকেরা বিবির স্বামী কুরবান আনসারী জানান ২৬ শে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে । তৃণমূলকে আমরা কোন ফ্যাক্টর মনে করছি না । তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে। বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দিবে । সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে কোন কাজ করেনি।
শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ।

মীমের জেলা সভাপতি রেজাউল করিম জানান কে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যাথা নেই । ভোট হবে রেজাল্টের দিন ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে l

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান হুমায়ুন কোবির একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন । একটা পাগল মানুষ সকালে একটা কথা বলে বিকেলে একটা কথা বলে । প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোডার থেকেও ভোট কম পাবেন ।

দক্ষিণ মালদা বিজেপির সহ-সভাপতি তারক ঘোষ জানান হুমায়ুন কবিরের দল এটা টিএমসিই একটা পাট । আমাদের লক্ষ এই সরকারকে ২০২৬ এর নির্বাচনে বিসর্জন দিতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *