মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা থানার,মুচিয়া মনোহরপুর,এলাকয়া বুধবার, ভারত বাংলাদেশ সীমান্তে তাঁরকাটা ঘেষা রাস্তায় হিন্দু সনাতনীদের বিক্ষোভ।হিন্দু সম্প্রদায়ে মানুষেররা হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান। দিপু দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ আওয়াজ অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি তুলেন। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে থাকে।
বাংলাদেশে হিন্দু অত্যাচারের অভিযোগে মালদার মুচিয়া মনোহরপুরে উত্তাল বিক্ষোভ।।












Leave a Reply